February 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 1st, 2021, 7:40 pm

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাইফ হাসান

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে। তবে টাইফয়েডে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে অনিশ্চিত বাংলাদেশ দলের তরুণ ওপেনার সাইফ হাসান। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে টাইফয়েড পরীক্ষা করা হয়েছিল সাইফের। যার ফল এসেছে পজিটিভ। এখনো দলের সঙ্গেই রয়েছেন সাইফ। একই ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবেন তিনি। ডানহাতি এই ব্যাটার বর্তমানে বিসিবির মেডিক্যাল টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে অবশ্য ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাইফ। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই তিনি আউট হয়েছেন বাউন্সার ডেলিভারিতে। প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেছেন তিনি। দুইবারই আউট হয়েছেন শাহিন শাহ আফ্রিদির বলে। এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ ছিলেন সাইফ। প্রথম ম্যাচে ১ ও দ্বিতীয় ম্যাচে ডাক মেরেছেন তিনি।