December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 17th, 2022, 8:18 pm

দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের জয়

অনলাইন ডেস্ক :

স্বাধীনতা কাপের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীকে ২-০ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিম ও এম্পিয়া মাপুকু। আগের ম্যাচে ফর্টিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল শেখ রাসেল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল নৌবাহিনী। ম্যাচের দ্বিতীয় মিনিটেই শেখ রাসেলকে এগিয়ে নেন ইব্রাহিম। সতীর্থের বাড়ানো পাসে বল পেয়ে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন মাপুকু। তাঁর বাড়ানো পাসে অনায়াসে জাল খুঁজে নেন ইব্রাহিম। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কঙ্গোর ফরোয়ার্ড এম্পিয়া মাপুকু। তবে বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি জুলফিকার মাহমুদের দল। দুই ম্যাচে এক জয় ও ড্র’তে চার পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে শেখ রাসেল। আজ দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটি করে গোল করেছেন সোলেমান দিয়াবাতে, ওলিভেইরা ও জাফর ইকবাল। টানা দুই ম্যাচ জিতল সাদা-কালোরা।