November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 7th, 2022, 7:46 pm

দ্বৈত চরিত্র নিয়ে ফিরছেন ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক :

লম্বা বিরতির পর আবার বড় পর্দায় দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। মণিরতœম পরিচালিত তামিল ছবি ‘পুণ্যিয়ানি সেলভান’ দিয়ে পর্দায় ফিরছেন তিনি। ছবির প্রধান চরিত্র নন্দিনী। ছবিতে নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবী, দুটি চরিত্রেই অভিনয় করেছেন ঐশ্বরিয়া। প্রকাশ পেয়েছে ‘নন্দিনী’ চরিত্রটির ফার্স্টলুক। লাইকা প্রযোজনা সংস্থার তরফ থেকে টুইট করা হয়েছে ঐশ্বরিয়ার এই লুক। লেখা রয়েছে, ‘প্রতিহিংসার সুন্দর রূপ! পরিচিত হোন নন্দিনীর সঙ্গে, পাজুভোর-এর রানি।’ তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ অবলম্বনে তৈরি এই ছবি। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সা¤্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি। যখন শাসক পরিবারের অন্তর্দ্বন্দ্বের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। ‘পুণ্যিয়ানি সেলভান’ ছবিতে ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করছেন বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন এবং মোহন বাবু। দুটি পর্বে তৈরি হচ্ছে এই ছবি। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘পুণ্যিয়ানি সেলভান’-এর প্রথম পর্ব। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি। সূত্র: বলিউড লাইফ