অনলাইন ডেস্ক :
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সাই পল্লবী। খুব অল্প সময়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। তবে এবার একটি মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। মূলত বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং মুসলিম পরিবহনকারীকে হত্যার ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সাই। যার পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। জানা গেছে, হায়দরাবাদের সুলতান বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বজরং দলের নেতারা। সাই পল্লবী নতুন সিনেমা ‘ভিরতা পারভাম’ এর এক সাক্ষাতকারে বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে প্রশ্ন করা হলে সাই জানান, ‘কাশ্মীর ফাইলে দেখানো হয়েছিল, কাশ্মীরি পন্ডিতদের কীভাবে হত্যা করা হয়েছিল। যদি বিষয়টিকে ধর্মীয় সংঘাত হিসাবে নেই, সাম্প্রতিক একটি ঘটনা ঘটেছে যেখানে গরু পাচারকারী একজন মুসলিম চালককে মারধর করা হয়েছে এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। সুতরাং, এ দুটি ঘটনার মধ্যে কোনো পার্থক্য নেই।’ সাইয়ের এমন মন্তব্যেই নেটিজেনদের একাংশ থেকে যেমন বাহবা পাচ্ছেন, তেমনি আরেক অংশ ধুয়ে দিচ্ছেন তাকে। তবে পুলিশের পক্ষ থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, সাক্ষাতকারের ভিডিও দেখে আইনি মতামতের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ