October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 21st, 2021, 7:18 pm

‘দ্য গোস্ট’ সিনেমায় কাজলের পরিবর্তে ইলিয়েনা

অনলাইন ডেস্ক :

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। শোনা যায়, নাগার্জুনা আক্কিনেনি অভিনীত ‘দ্য গোস্ট’ সিনেমায় অভিনয় করবেন। কিন্তু তেলেগু ভাষার এই সিনেমা থেকে নাকি সরে দাঁড়িয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কাজল অন্তঃসত্ত্বা। খুব শিগগির স্বামী গৌতম কিচলুর সঙ্গে তার প্রথম সন্তানের মা হবেন তিনি। এজন্য প্রবীণ সাত্তারু পরিচালিত সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এদিকে কাজলের পরিবর্তে ‘দ্য গোস্ট’ সিনেমায় ইলিয়েনা ডিক্রুজকে নেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। তবে তৃষা কৃষ্ণানের নামও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। গত আগস্টে ‘দ্য গোস্ট’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেন নির্মাতারা। এতে দেখা যায়, নাগার্জুনার হাতে একটি রক্তমাখা তলোয়ার। এই অভিনেতার পরনে হুডি এবং তার সামনে সবাই মাথা নত করে আছে। কাজলের পরবর্তী সিনেমা ‘আচার্য’। এটি ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে তাকে। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’। অন্যদিকে, সর্বশেষ ‘দ্য বিগ বুল’ সিনেমায় অভিনয় করেছেন ইলিয়েনা। পাশাপাশি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।