October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 5th, 2021, 7:57 pm

‘দ্য ট্যাম্পল রান’ সিনেমায় মাহি

নিজস্ব প্রতিবেদক:

মডেলিংয়ে দীর্ঘ ক্যারিয়ার সামিরা খান মাহির। ২০১৪ সালে এক প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে তিনি ব্যস্ত হয়ে উঠেছেন নাটকেও। এরইমধ্যে তার কিছু নাটক বেশ আলোচনায় এসেছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মিশু সাব্বিরের বিপরীতে নতুন একটি নাটকে কাজ করলেন। নাম ‘দ্য ট্যাম্পল রান’। মেজবাহ উদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। মাহি এ নাটকে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘ভিন্ন আঙ্গিকের গল্প। আমার চরিত্রটাও সুন্দর। পুরো টিমের সবাই অনেক পরিশ্রম করে কাজটি করেছি, যাতে দর্শককে ভালো কিছু দিতে পারি। শুটিং সময় কয়েকটি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে আমাদের। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এর বেশি কিছু এখন বলতে চাইছি না। কোন চরিত্রে অভিনয় করেছি, চরিত্রের ধরন কেমন এসব নাটকটা প্রচার হলেই জানার জন্য নাটকটি দেখার আমন্ত্রণ রইলো।’ নাটকটি নিয়ে মাহি সম্পর্কে জানতে চাইলে পরিচালক বলেন, ‘সামিরা খান মাহির সাথে এটি আমার প্রথম কাজ। আমার মতে মাহি যদি নিয়মিত কাজ করে তবে সে খুব দ্রুত নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারবে কারণ মাহির কাজের প্রতি ভালোবাসা এবং ডেডিকেশন রয়েছে। যা আজকাল শিল্পীদের কাছে তেমন পাওয়া যায় না।’ তিনি আরো বলেন, গতানুগতিক ট্রেন্ডি ভাইরাল বিষয়বস্তু নিয়ে না এই নাটকটি। সুন্দর একটি গল্পকে কেন্দ্র করে অত্যন্ত যতেœর সাথে নাটকটি নির্মাণ করা হয়েছে। লুমিনো পিকচার্স এর ব্যানারে নাটকটি বাংলাভিশনে ১৫ থেকে ২০ তারিখের মধ্যে প্রচার হওয়ার কথা আছে।