November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 22nd, 2023, 7:15 pm

‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজের শুরু বাংলাদেশে, সঙ্গে ভুল তথ্য!

অনলাইন ডেস্ক :

দিন পাঁচেক আগে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে নতুন সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। হিন্দি ভাষার এই সিরিজ মুক্তির পর থেকেই ভূয়সী প্রশংসা পাচ্ছে। ক্রাইম-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত সিরিজটি আইমডিবিতে রেটিং পেয়েছে ১০ এর মধ্যে ৮ দশমিক ২। ৯৬ শতাংশ দর্শক এটি পছন্দ করেছেন। আদিত্য রায় কাপুর, অনিল কাপুর ও শোভিতা ঢুলিপালার চরিত্রকে ঘিরে এগিয়েছে এই সিরিজের গল্প। এটি মূলত ব্রিটিশ লেখক জন লি ক্যারে’র বেস্ট সেলিং উপন্যাস ‘দ্য নাইট ম্যানেজার’ অবলম্বনে নির্মিত হয়েছে। তবে চিত্রনাট্যে দেওয়া হয়েছে ভারতীয় ছোঁয়া। আলোচিত এই সিরিজের গল্পের সূত্রপাত হয়েছে বাংলাদেশ থেকে। শান সেনগুপ্ত (আদিত্য রায় কাপুর) একজন সাবেক ভারতীয় নৌ সদস্য, যিনি বর্তমানে নাইট ম্যানেজার হিসেবে কাজ করেন বাংলাদেশের একটি হোটেলে। সেই হোটেল মালিকের স্ত্রী সাফিনার (যিনি মাত্র ১৪ বছরের কিশোরী) মাধ্যমে এক বিস্ফোরক তথ্য পান তিনি। যার বিনিময়ে নিরাপদে নিজ দেশ ভারতে ফিরে যেতে চান সেই কিশোরী। শান যথাসাধ্য চেষ্টা করলেও রক্ষা হয় না সাফিনার। কারণ তিনি যে তথ্য ফাঁস করেছেন, তাতে প্রভাবশালী ব্যবসায়ী শেলি রাংটার (অনিল কাপুর) গোপন অস্ত্র ব্যবসার প্রমাণ আছে! সাফিনার মৃত্যুর পর গল্প আরও জটিল এবং রোমাঞ্চকর হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত কী হয়, তার জন্য সিরিজটি দেখা বাঞ্ছনীয়। সিরিজটিতে অবশ্য বাংলাদেশ সম্পর্কে একটি ভুল তথ্যও দেওয়া হয়েছে। সাফিনার ১৪ বছর বয়স প্রসঙ্গে যখন শান তথা আদিত্য তার হোটেলের বসের সঙ্গে কথা বলেন, তখন বসের জবাব, ‘এটা ভারত না, বাংলাদেশ; এখানে এটা (বাল্য বিয়ে) অনুমোদিত। মেয়েটার বাবা রাজি, আইনে কোনো সমস্যা নেই, মেয়েটাও রাজি, তোমার কিসে সমস্যা!’ অথচ বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের নূন্যতম বয়স ১৮ বছর। ‘দ্য নাইট ম্যানেজার’ পরিচালনা করেছেন প্রিয়াঙ্কা ঘোষ, রুখ নাবিল ও সন্দীপ মোদি। এর বিভিন্ন চরিত্রে আরও আছেন শাশ্বত চ্যাটার্জি, তিলোত্তমা সোম, রবি বেহল প্রমুখ। প্রথম সিজনে চারটি পর্ব মুক্তি পেয়েছে। শেষ পর্ব থেকে সহজে আঁচ করা যায়, এর দ্বিতীয় সিজনও আসবে।