August 14, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 14th, 2021, 8:17 pm

দ্রাবিড়ের জায়গায় ভিভিএস লক্ষ্মণ

অনলাইন ডেস্ক :

বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট দল ও পাইপলাইনে যত খেলোয়াড় আছে তাদের অধিকাংশই দেশটির জাতীয় ক্রিকেট একাডেমি থেকে এসেছে। এতদিন সেটির প্রধান কোচ ছিলেন ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়। যিনি এরইমধ্যে জাতীয় ক্রিকেট একাডেমি থেকে পদত্যাগ করেছেন এবং ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। ফলে তার আগের জায়গাটি এখন খালি। এদিকে, রোববার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষ্মণ। অর্থাৎ রাহুল দ্রাবিড়ের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন এই কিংবদ্বন্তী। এর আগে বিসিসিআই সূত্র বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিল, প্রেসিডেন্ট সৌরভ ও সচিব জয় শাহ দুজনই জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হিসেবে লক্ষ্মণকে চায়। তবে এটা তখনই সম্ভব হবে যখন লক্ষ্মণ তাতে সাড়া দেবে।