October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 2nd, 2021, 7:44 pm

দ্রুতই একাদশে ফিরবে সাকিব: নাইট কোচ

এফএনএস স্পোর্টস:

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান একের পর এক ম্যাচ কলকাতা নাইট রাইডার্স একাদশের বাইরে থাকায় ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সাকিবকে বাইরে রেখে একের পর এক নিউজিল্যান্ডের ক্রিকেটারকে সুযোগ দিচ্ছেন নাইটদের কিউই কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এজন্য তাকে ঘিরেও সমালোচনা কম হচ্ছে না। প্রচ- চাপে থাকা নাইট কোচ ম্যাককালাম এবার বললেন, দ্রুতই সাকিবকে দেখা যাবে একাদশে। আইপিএলের এবারের আসরে মাত্র তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন সাকিব। শুক্রবার রাতে পাঞ্জাবের বিপক্ষে হেরে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাওয়াটা অনিশ্চিত হয়ে গেছে। গোদের উপর বিষফোঁড়ার মতন অধিনায়ক মরগ্যানের ব্যাটেও চলছে দীর্ঘ রান খরা। আর এই পরিস্থিতিতে সাকিব কেন একাদশে নেই? ভারতের ক্রিকেটপ্রেমীরাও বেজায় চটেছেন নাইট টিম ম্যানেজম্যান্টের ওপর। এরপর টনক নড়েছে নাইট রাইডার্সের। ম্যাচ শেষে ম্যাককালাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সাকিবও দ্রুতই সুযোগ পাবে। আমাদের হাতে অনেক অপশন আছে। টিম সেফার্ট এবারের সিপিএলে ভালো পারফরম্যান্স করেছে। আমরা আমাদের মিডল অর্ডারের শক্তি বাড়ানোর লক্ষ্যে তাকে দলে নিয়েছিলাম। যখন আমরা দল নির্বাচন নিয়ে কথা বলি সাকিব সবসময়ই আমাদের ভাবনাতে থাকে। কারণ তার বাঁহাতি বোলিং আর ব্যাটিং দক্ষতা বিশ্বমানের।’