অনলাইন ডেস্ক :
বিশ্বের অন্যতম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শেভরন কোম্পানীর প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে ধারাবাহিক ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছে শ্রমিকরা। সংস্থাটি মঙ্গলবার (২৯ আগষ্ট) বলেছে, বৈশ্বিক শক্তির বাজারগুলোকে অস্বস্তি করার একটি পদক্ষেপ চলছে। প্রাকৃতিক গ্যাস উৎপাদনের অন্যতম প্রধান আন্তর্জাতিক কেন্দ্র শেভরনকে আগামী মঙ্গলবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গর্গন ও হুইটস্টোন স্থাপনাগুলোতে ধর্মঘট শুরুর আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি বলেছে, স্থাপনাগুলোতে বিঘœ ঘটলে নিরাপদ এবং নির্ভরযোগ্য ক্রিয়াকলাপ বজায় রাখার জন্য পদক্ষেপ নেয়া যাবে।
সংস্থাটি একটি বিবৃতিতে এএফপিকে জানিয়েছে, ‘আমরা দর কষাকষি প্রক্রিয়ার মাধ্যমে কাজ চালিয়ে যাব, কারণ আমরা কর্মচারী এবং কোম্পানি উভয়ের স্বার্থ রক্ষার করবে এমন ফলাফল খুঁজছি। এদিকে ইউনিয়নবদ্ধ কর্মীবাহিনীর প্রতিনিধিত্ব করে অফশোর অ্যালায়েন্স,বলেছে যে ‘শেভরন আমাদের দর কষাকষির দাবিতে সম্মত না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রতি সপ্তাহে বাড়বে।’ প্রায় পাঁচ শ’ জন কর্মী অংশগ্রহণ করবে। উডসাইডের মালিকানাধীন অফশোর গ্যাস প্ল্যাটফর্মগুলোতে কর্মীদের পদক্ষেপের হুমকির পরিপ্রেক্ষিতে এই মাসের শুরুতে ইউরোপ জুড়ে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। সূত্র : বাসস/এএফপি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ