September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 13th, 2021, 7:19 pm

ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা: পরীমণির আবেদন নাকচ, অভিযোগপত্র গ্রহণ

ফাইল ছবি

ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে ঢাকার একটি আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন পরীমণির অনাস্থা আবেদন নাকচ করে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেন।

মামলার পলাতক আসামি শাহ শহিদুল আলমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে, আদালত আগামী ৩ মার্চ ২০২২ তারিখ এ মামলার বিচার শুরুর দিন ধার্য করেছেন।

এর আগে গত ১ ডিসেম্বর পরীমণি এ বিষয়ে অধিকতর তদন্ত চেয়ে একটি অনাস্থা আবেদন করেন।

গত ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ও সাভার থানার পরিদর্শক মো. কামাল হোসেন।

উল্লেখ্য, চলতি বছরপরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন ৯ জুন উত্তরা বোট ক্লাবে ছয়জন তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল।

এর ভিত্তিতে ১৪ জুন সাভার মডেল থানায় নাসির ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন পরীমণি।

পরে গোয়েন্দাদের একটি দল উত্তরা থেকে নাসিরসহ চারজনকে আটক করে।

পরে গ্রেপ্তারের সময় মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় নাসির ও অমির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক মামলা করে পুলিশ। এ মামলায় গত ২৩ জুন নাসির ও অমিকে পাঁচ দিনের রিমান্ডে দেন ঢাকার আদালত।

পরবর্তীতে গত ২৯ জুন ওই মামলায় নাসির ও অমিকে জামিন দেন আদালত।

—ইউএনবি