অনলাইন ডেস্ক :
বেশ বিপদে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের একটি আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। ঘটনাটি ছিল ২০০৯ সালের। ক্যাথরিন মায়োর্গা নামের ওই নারী দাবি করেন যে, তাকে ওই সময় লাস ভেগাসের একটি হোটেলে ধর্ষণ করা হয়েছে। এরপর ২০১০ সালে ম্যানচেস্টার ইউনাইটেড তারকার সঙ্গে আদালতের বাইরে একটি সমঝোতাও করেন। যার জন্য রোনালদোর কাছ থেকে পান ৩ লাখ ৭৫ হাজার ডলার। ঘটনাটি জানাজানির পর পরই নাকি সমঝোতার বিষয়ে একমত হন মায়োর্গা। তবে ওই সময় তার মানসিক অবস্থা এই ধরনের মধ্যস্থতায় যাওয়ার উপযুক্ত ছিল না বলে দাবি করেছিলেন। এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপ অনুভবের কথাও দাবি করেন তিনি। পরে আদালত জানিয়েছে, তার আইনজীবী ফাঁস হওয়া তথ্য ও চুরি যাওয়া রেকর্ড ব্যবহার করাতে মামলাটি খারিজ করা হয়েছে। বিচারক ডোর্সে বলেছেন, বাদীপক্ষের আইনজীবী রোনালদোর ক্ষতি করেছেন। বারবার চুরি করা ও বিশেষ কিছু ডকুমেন্ট দিয়ে মামলা চালিয়ে নেয়ার চেষ্টা করেছেন। যা রোনালদোর ব্যাপারে ‘অনাস্থা’ তৈরি করে। এর ফলে মায়োর্গা এই মামলা চালিয়ে নেওয়ার সুযোগ হারিয়েছেন। পাশাপাশি ওই আইনজীবীর বিপক্ষে কড়া শাস্তিরও নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন
আফগানিস্তান সিরিজের বিবেচনায় নেই মাহমুদউল্লাহ
পদত্যাগপত্র পাঠালেন ছোটন
ছোটনের পদত্যাগ নিয়ে মুখ খুললেন সালাউদ্দিন