নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনার পাঁচদিন পর রবিবার চার জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।
নিহতদের মধ্যে তিনজন হলেন জেসমিন আক্তার (৪০), তার মেয়ে তাসমিন আক্তার (১৯) ও সাব্বির ১৮।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সকাল সাড়ে ৮টার দিকে ধর্মগঞ্জের কাছে নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে।
এর আগে ৫ জানুয়ারি সকালে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত ট্রলারটি ধর্মগঞ্জ ঘাটে আসার সময় ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চটি ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
এই ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত ১০ যাত্রী নিখোঁজ ছিলেন।
নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেছেন, এ ঘটনায় এমভি ফারহান-৬ এর চালক ও মাস্টারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
—ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে বিপিডিবির বকেয়া পরিশোধে নতুন বন্ড ইস্যুর কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার