অনলাইন ডেস্ক :
বিপিএলে ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ধূমপান করায় শাস্তি পেয়েছেন খুলনা টাইগার্স কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, খেলার চেতনা বিরোধী কাজ করায় তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আচরণবিধিতে যুক্ত হয়েছে আরও ২টি ডিমেরিট পয়েন্ট। গত শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে এই ঘটনাটি ঘটেছে। বরিশালের দেওয়া ১৭০ রান তাড়া করতে নেমে শেষ চার বলে খুলনার প্রয়োজন ছিল ৪ রান। এ সময় টিভি ক্যামেরা ড্রেসিংরুমের দিকে নিলে দেখা যায় সুজন ধূমপান করছেন। মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শুধু সুজনই শাস্তি পাননি। বিধি ভেঙে রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার শেখ মেহেদী হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকেও শাস্তির মুখোমুখি হতে হয়েছে। মেহেদীর বিরুদ্ধে অভিযোগ তিনি ১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ক্রিকেট সামগ্রীর অবমাননা করেছেন। তাতে তার জরিমানা হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ। যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পোশাক পরার ক্ষেত্রে বিধি না মানায় নিকোলাস পুরানের জরিমানা হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ। রেকর্ডে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। মোসাদ্দেকের বিরুদ্ধে অভিযোগ তিনি বিসিবির লোগো গাইডলাইন ভেঙেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে এই কা- করেন তিনি। তাতে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাসহ তার আচরণ বিধিতে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা