October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 8:20 pm

ধৈর্য ধরতে বললেন বার্সা কোচ

অনলাইন ডেস্ক :

প্রত্যাশার পারদ উঁচুতে থাকা তো স্বাভাবিকই। নতুন দিনের আশায় বার্সেলোনা বেঞ্চ সমৃদ্ধ করেছে। নিউ সাইনিংদের নিবন্ধন করানোর ঝামেলা দেখা দিলেও তা কেটে গেছে যথাসময়ে। সামার সাইনিং রবের্ত লেভানদোভস্কি, রাফিনহা ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন শুরুর একাদশেও নামার সুযোগ পেয়েছেন। কিন্তু প্রত্যাশিত ওই ঝলক দেখা গেলো না। বরং লা লিগার উদ্বোধনী ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে ম্যাচটা হয়েছে গোলশূন্য ড্র। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ হতাশাজনক পরিস্থিতিটা বুঝতে পেরেছেন বলেই এখন ধৈর্য ধরতে বলেছেন ভক্তদের, ‘অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা সবাইকে দেখাতে চেয়েছিলাম, সঠিক পথে আছি। তাদের মাঝে সেই আস্থাটা ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এখন তাদের কাছে একটাই চাওয়া ধৈর্য। এখনও সময় আছেৃ আমরা এই গেম মডেলেই বিশ্বাস রাখতে চাই। কারণ সফলতার জন্য এটাই সঠিক কর্মপন্থা।’ অবশ্য বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক অভিষেক ম্যাচ খেলতে নামা লেভানদোভস্কি সুযোগ পাননি এমনও নয়। ১২ মিনিটে জাল কাঁপিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য অফসাইডে বাতিল হয়ে যায় তা। সুবর্ণ সুযোগটি মিস করেছেন রাফিনহা। প্রথমার্ধে উসমান দেম্বেলের কাটব্যাক থেকে বল পেয়েও সাবেক লিডস ইউনাইটেড তারকা বল মেরে বসেন ক্রসবারের ওপর দিয়ে। ভায়েকানোর গোলকিপার দিমিত্রিয়েভস্কিকেও কৃতিত্ব দিতে হবে। বদলি হয়ে নামা আনসু ফাতি প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন। কিন্তু তার প্রথম চেষ্টার শট ঠেকিয়ে দেন দিমিত্রিয়েভস্কি। যা নিয়ে আক্ষেপের সঙ্গে প্রতিপক্ষ গোলকিপারের প্রশংসাও করেছেন জাভি, ‘কঠিন ছিল ম্যাচটা। রায়ো খুবই ভালো ডিফেন্ড করেছে। ওদের গোলকিপার তো দুর্দান্ত মাত্রায় খেলছিল। কঠিন ছিল তা স্বীকার করি, কিন্তু কমপক্ষে একটি গোল করার সুযোগ আমাদের ছিল।’