October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 27th, 2023, 8:15 pm

ধোনির মতো অধিনায়ক হতে চান শান্ত

অনলাইন ডেস্ক :

‘ধোনির মতো অধিনায়ক হতে চাই’- বেশ স্থির কণ্ঠেই বললেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলন শেষ করে ড্রেসিং রুমের পথে যাচ্ছিলেন তিনি। যেতে যেতে শোনালেন তার পছন্দের অধিনায়কের কথা। বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়কের আদর্শ ভারতীয় কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনিকে অনেকে মনে করেন অধিনায়কদের অধিনায়ক। শান্ত যে প্রজন্মের ক্রিকেটার, যে সময়টায় তিনি বেড়ে উঠেছেন, তার বা তাদের কাছেও ধোনিকে নেতৃত্বের চূড়ান্ত কিছু মনে করা অস্বাভাবিক কিছু নয়।

তবে নবীন একজন অধিনায়ক, যিনি দায়িত্ব পেয়েছেন মূলত নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে, সামনে তার নেতৃত্বে থাকার কোনো নিশ্চয়তা নেই, তিনি যখন জোর দিয়ে বলেন যে ধোনির মতো অধিনায়ক হতে চান, তখন তো কিছুটা চমকে উঠতেই হয়! অধিনায়ক সাকিব আল হাসানের আঙুলের চোট ও পারিবারিক কারণে সহ-অধিনায়ক লিটন কুমার দাস ছুটিতে থাকার কারণেই টেস্ট অধিনায়কের দায়িত্ব বর্তেছে শান্তর কাঁধে। গত কিছুদিনে অবশ্য বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার কিছুটা হয়েছে।

সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষেই দেশের মাঠে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিয়মিতদের অনুপস্থিতিতেই দায়িত্ব পালন করেন তিনি। পরে বিশ্বকাপে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। সাকিবের চোটের কারণে পুনেতে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তিনিই নেতৃত্ব দেন। এখন তিনি টেস্ট নেতৃত্বে অভিষেকের অপেক্ষায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস করতে নামবেন তিনি। নতুন এই পথচলা শুরুর আগের দিন তিনি জানালেন তার প্রিয় অধিনায়কের কথা।

ধোনিকে যারা আদর্শ মানেন বা পছন্দ করেন, তাদের বেশির ভাগেরই পছন্দ তার স্থিরতা, চাপের মধ্যেই বরফশীতল মানসিকতায় সিদ্ধান্ত নিতে পারা। তবে শান্ত অনুসরণ করতে চান ধোনির আরেকটি দিককে। “ধোনি অবশ্যই খুব শান্ত থাকতেন, ধীরস্থির থেকে সিদ্ধান্ত নিতেন। মাঠের ভেতর তার নানারকম সিদ্ধান্ত, ট্যাকটিক্যাল ব্যাপার, এসব নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগত তার মাঠের বাইরের অধিনায়কত্ব, যেভাবে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতেন।”

“২০-২৫ জন ক্রিকেটারকে বাছাই করে তিনি ২-৩ বছরের পরিকল্পনা করতেন। তাদেরকে সেভাবেই প্রস্তুত রাখতেন এবং সবার পাশে থাকতেন। কোনো এক পজিশনে কেউ ব্যর্থ হলে বা কোনো কারণে কাউকে পাওয়া না গেলে, তার উপযুক্ত বিকল্প প্রস্তুত থাকত। এভাবে দলকে স্থিতিশীল রাখতেন তিনি। ধোনির এই ব্যাপারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগত।” ধোনির ২ বছরের পরিকল্পনার কথা বলছেন, কিন্তু শান্তর দায়িত্ব তো স্রেফ ২ ম্যাচের! সেই বাস্তবতা মেনে নিয়ে চওড়া হাসিতে নিজের মনোভাবও যেন বুঝিয়ে দিলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। “হ্যাঁ, এটার জন্য দীর্ঘ পরিকল্পনা লাগবে। লম্বা সময়ের জন্য দায়িত্ব পেতে হবে। দুই ম্যাচের জন্য দায়িত্বে এসব ভেবে লাভ নেই।”