July 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 29th, 2022, 8:13 pm

ধোনির মেয়েকে জার্সি পাঠালেন মেসি

অনলাইন ডেস্ক :

ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভাকে কাতার বিশ্বকাপ জয়ের পর সই করা জার্সি পাঠিয়েছেন আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসি। ছোটবেলা থেকেই ফুটবলের ভক্ত এমএস ধোনি। বাবার মতো তার মেয়েও ফুটবল ভালোবাসে। ধোনি নিজে মেসির বড় ভক্ত হলেও ক্লাব ফুটবলে তার প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। সদ্য মেসির সই করা সেই জার্সি পরে সাত বছর বয়সি জিভা নিজের ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছেন। আর্জেন্টিনা থেকে মেসির পাঠানো সেই জার্সিতে লেখা, ‘পারা জিভা’; অর্থাৎ, ‘জিভার জন্য’। ইনস্টাগ্রামে জিভার আইডি থেকে সেই জার্সি পরা ছবি আপলোড করা হয়েছে, ছবির ক্যাপশনে লেখা ‘যেমন বাবা, তেমনই মেয়ে’। জিভার আপলোড করা ছবিতে দেখা গিয়েছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ। সেদিকে আঙুল দেখাচ্ছে জিভা। অপর এক ছবিতে দেখা যাচ্ছে জিভা কতটা খুশি এই জার্সি পেয়ে। বিশ্বকাপ জয়ের পর এর আগেও ভারতে নিজের সই করা জার্সি পাঠিয়েছিলেন লিওনেল মেসি। সেইবার মেসির সই করা জার্সি উপহার পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। কাতার বিশ্বকাপ থেকে তার জন্য এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা। এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় সেলিব্রেশনের জন্য লিওনেল মেসিকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দিয়েছে তার ক্লাব পিএসজি। পিএসজি ম্যানেজার ক্রিস্তোফে গালতিয়ের জানিয়েছেন, লিওনেল মেসি ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলবেন না। ৩৫ বছর বয়সি মেসি আগামী বুধবার স্ট্রাসবুর্গের বিরুদ্ধে পিএসজির হোম লিগের খেলা মিস করবেন।