October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 14th, 2022, 7:20 pm

ধ্বংস করা হচ্ছে চট্টগ্রাম বন্দরের পচনশীল ৭৩ কনটেইনার পণ্য

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন যাবত পড়ে থাকা বিভিন্ন দেশ থেকে আমদানি করা নানা পচনশীল পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে নগরীর আউটার রিং রোড-সংলগ্ন হালিশহরের আনন্দবাজারের চট্টগ্রাম সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের একটি খালি জায়গায় গর্ত খুঁড়ে এসব পণ্য ধ্বংস করা হচ্ছে।

এবার ৭৩ কনটেইনার পচনশীল পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

প্রতিদিন ১৫ থেকে ২০ কনটেইনার পণ্য ধ্বংসের পরিকল্পনা রয়েছে কাস্টমসের।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বন্দরে থাকা ৭৩টি কনটেইনারে থাকা পচনশীল পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার সকাল থেকে পরিবেশসম্মত উপায়ে পণ্য ধ্বংস করার কাজ শুরু হয়েছে। প্রতিদিন ১৫ থেকে ২০টি কনটেইনার ধ্বংস করার পরিকল্পনা আছে।

তিনি জানান, এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসেও একদফা পচনশীল পণ্য ধ্বংস করা হয়েছিল।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, ৭৩টি কনটেইনারের মধ্যে বন্দরের ভেতর ১২টি রেফার্ড ও ড্রাই কনটেইনার ও অফডকে ৬১টি ড্রাই কনটেইনার রয়েছে।

এসব কনটেইনারে আদা, সুপারি, খেঁজুর, বীজ ও মাছ জাতীয় পণ্য রয়েছে।

আমদানিকারকরা এসব পণ্য খালাস না করায় কন্টেইনার ভর্তি এসব নষ্ট পণ্য এতোদিন বন্দরে পড়েছিল।

—-ইউএনবি