October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 14th, 2022, 9:21 pm

নওগাঁয় ট্রিপল মার্ডার মামলায় ৯ জনের মৃত্যুদন্ড, একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় নয়জনের মৃত্যুদ- ও একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- উপজেলার উজালপুর গ্রামের মৃত নছির হোসেনের দুই ছেলে সাইদুল (৩৮) ও আইজুল হক (৩২); আবুল হোসেন মন্ডল (৫০) ও তার তিন ছেলে জালাল হোসেন (২৫), বেলাল হোসেন (৩৫) ও হেলাল হোসেন (২৫); হাসেমের ছেলে জায়েদ (২২), মৃত কালু মন্ডলের ছেলে মোস্তফা (৩৫) এবং সাইদুল ইসলামের ছেলে সোহাগ আলী (২৩)। এছাড়া একই গ্রামের মৃত মছিরের ছেলে হাসেন আলীকে (৩৫) যাবজ্জীবন কারাদন্ড ও ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। মামলা বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের পক্ষের অতিরিক্ত কৌঁসুলি মোজাহার আলী বলেন, জমি বিরোধ নিয়ে উপজেলার শহিদুল ইসলাম দুলু, আমজাদ হোসেন ও আবদুল ওয়াদুদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে ২০১৪ সালের ৬ জুন বিকেল ৩টার দিকে দেশীয় অস্ত্র দিয়ে একই গ্রামের হাসেম আলী, ছাইদুল, আইজুল হক, জালাল হোসেন, হেলাল হোসেন, বেলাল, জায়েদসহ বেশ কয়েকজ হামলা চালিয়ে তাদের আহত করে। এ ঘটনায় নিহত শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ সাতজনকে আটক করে জেলহাজতে পাঠায়। চার্জশিটে মামলার তদন্ত কর্মকর্তা দুজনের নাম বাদ দেন। দুইজন মারা যান। সোমবার (১৪ মার্চ) মামলায় নয় আসামিকে মৃত্যুদ-, একজনকে যাবজ্জীন ও ১০ জনকে খালাস দেওয়া হয়। আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমরা রায়ে সন্তুষ্ট নই। দ-প্রাপ্তদের পরিবার উচ্চ আদালতে আবেদন করবেন।