December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 23rd, 2022, 7:48 pm

নওগাঁয় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবক গ্রেপ্তার

নওগাঁর সাপাহার থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের নুর আলম (৩৫), মদনসিং গ্রামের সাকিব হাসান (২৯), পিছল মধ্যপাড়া গ্রামের ইমরান (২২), মানিকুড়া গ্রামের কামাল হোসাইন (২৩) ও আরিফুল ইসলাম(২৭), জয়পুর গু চ্ছগ্রামের শাহিন আলম (২৬), খুদ রামবাটি (মহিলিপুর) গ্রামের মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের রাশেদ মিলন (২৮), বৈদ্যপুর গ্রামের আব্দুল মাজেদ (২৮) এবং সাড়াইডাঙ্গা গ্রামের কাওসার মাহমুদ শান্ত (২৮।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের সদস্যরা। এ সময় বাজার এলাকা থেকে ১২টি সিপিইউ, ১৬টি হার্ডডিস্ক, ১২টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ক্যাবল, আটটি কিবোর্ডসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা করা হয় বলে জানান তিনি।

—ইউএনবি