দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল হেলথকেয়ার ব্র্যান্ড প্রাভা হেলথ-এর যেকোন সার্ভিসে ‘নগদ’ অ্যাপের মাধ্যমে প্রতিবার পেমেন্টে মিলবে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গ্রাহকরা যতবার খুশি এই অফারটি উপভোগ করতে পারবেন এবং প্রতিবার পেমেন্টে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
দেশের স্বাস্থ্যসেবা খাতে আর্থিক লেনদেন আরও সহজতর করতে ফিনটেক পরিষেবা বাস্তবায়ন করা হচ্ছে, যা নিঃসন্দেহে অনেকাংশেই রোগীদের ঝামেলা কমাচ্ছে। নগদ-এর সাথে প্রাভা’র এই ক্যাশব্যাক-ভিত্তিক অংশীদারিত্বের ফলে রোগীদের অর্থ সাশ্রয় হবে, যা তাঁরা ঔষধ ও অন্যান্য আনুষাঙ্গিক ইত্যাদি কেনার কাজে ব্যবহার করতে পারবেন।
এই অংশীদারিত্ব সম্পর্কে, প্রাভা হেলথ-এর প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিলভানা কাদের সিনহা বলেন, “রোগীদের জীবনকে আরও সহজ ও স্বাস্থ্যকর করে তুলতে এবং সেরা অভিজ্ঞতা প্রদানে আমরা সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। সবসময়ই আমরা তাদের সেরা মানের স্বাস্থ্যসেবা দিয়ে থাকি এবং এখন নগদ-এর সাথে এই অংশীদারিত্বের ফলে আর্থিকভাবেও সাহায্য করতে পারবো।”
প্রাভা হেলথ-এর গ্রাহকরা আগামী ৩১ জুলাই, ২০২২ তারিখ পর্যন্ত অফারটি উপভোগ করতে পারবেন।
—প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
এভারকেয়ার হসপিটাল ঢাকা’র বিশ্ব হার্ট দিবস ২০২৪ উদযাপন
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ্যাত্ব বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ সর্বজনীন দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত