July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 19th, 2022, 7:32 pm

নচিকেতার সুরে রোমান্টিক গানে হাজির ফাহমিদা

অনলাইন ডেস্ক :

‘জানি তো, সহজ নয়, নয় সাধারণ/ হাতের ওপর হাত রাখা আজীবন/ তবু রেখ যাই, রাখতে চায় মন…’ এমনই রোমান্টিক কথার গান নিয়ে হাজির ফাহমিদা নবী। এ গানের নাম দেয়া হয়েছে ‘জানি তো সহজ নয়’। গানটি রচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল। সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। গানটিতে সংগীতায়োজন করেছেন পঞ্চম। স্যাডো মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হলো একটি ভিডিও। যেখানে হাজির আছেন কণ্ঠশিল্পী নিজেই। ভালোবাসা দিবসকে ঘিরে বিশেষ এই গানচিত্র অন্তর্জালে উন্মুক্ত হলো জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে। এখন লন্ডনে অবস্থান করছেন ফাহমিদা নবী। সেখান থেকে তিনি বলেন, ‘বরাবরের মতো জুলফিকার রাসেলের দারুণ কথামালা। নচিকেতার সুন্দর সুর। সঙ্গে আমার ভাই পঞ্চমের অদ্ভুত সংগীতায়োজন। সবমিলিয়ে, এটা অসাধারণ একটা গান হয়েছে। ভিডিওর কথা বলবো না এখানে। কারণ, গান তো আসলে শোনার বিষয়, অনুভবের বিষয়। এই গানটিও একেবারে তাই। চোখবুজে শুনলে যে কোনো শ্রোতা মুগ্ধ হবেন, কথা দিলাম।’ এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘‘শঙ্খ ঘোষের ‘সঙ্গিনী’ কবিতাটি আমাকে এতোটাই মুগ্ধ করেছে, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কিছু লেখার চেষ্টা করলাম। এটুকুও বলে রাখি, কবিতাটি থেকে একটি লাইনও আমি ধার করিনি। জানি না কতোটা ভালো লিখতে পেরেছি। বিচারের ভার শ্রোতাদের হাতে তুলে দিলাম।’’ আধুনিক বাংলা গানের শ্রোতারা নিশ্চয়ই জানেন, ফাহমিদা নবী-জুলফিকার রাসেল জুটির অসামান্য সব গান রয়েছে। উল্লেখযোগ্য – যায় কি ছেঁড়া, দুঃখ কি দেই খুব, ইচ্ছে হয়, বিশাল আকাশ হবো, ভালোবেসেই মরি, একটু যদি তাকাও তুমি, মন ভালো নেই বলে, তাও কেন দেখছো না প্রভৃতি।