September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 15th, 2023, 7:47 pm

নজর কাড়লেন হৃতিক-দীপিকা

অনলাইন ডেস্ক :

সিদ্ধার্থ আনন্দর পরবর্তী সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান। কয়েকদিন আগে মুক্তি পায় ‘ফাইটার’ সিনেমার টিজার। অ্যাকশনে ভরপুর টিজার দেখে মুগ্ধতা প্রকাশ করেন দর্শকরা। ‘শের খুল গায়ে’ শিরোনামের গান মুক্তির পর তা দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

পার্টি ঘরানার এ গানে দেখা যায়, নাইট ক্লাবে জমিয়ে নাচছেন হৃতিক রোশান, দীপিকা পাড়ুন ও করণ সিং গ্রোভার। গানের স্বল্প সময়ের জন্য হাজির হয়ে হইচই ফেলে দেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। মুক্তির পরই এ গানের হুক স্টেপ নজর কেড়েছে।

এ গানের কথা লিখেছেন কুমার, সুর ও সংগীতায়োজন করেছেন বিশাল এবং শেখর। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল, শেখর, বেনি দয়াল, শিল্পা রাও। ‘ফাইটার’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন হৃতিক রোশান এবং দীপিকা পাড়ুকোন। বড় বাজেটের এ সিনেমা ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।