November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 10th, 2021, 7:17 pm

নতুনদের বিখ্যাতরাই বেশি কটাক্ষ করে: এষা

অনলাইন ডেস্ক :

বলিউড তারকা এষা গুপ্তার প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন ইমরান হাসমির বিপরীতে ‘জান্নাত টু’ ছবিতে। কিন্তু এই পথ পাড়ি দেয়াটা খুব সোজা হয়নি। অনেকেই নিজের জীবনের স্ট্রাগলের কথা অকপটে বলছেন গণমাধ্যমে। একটি সাক্ষাৎকারে এষা অকপটে জানান যে, এমন একসময় ছিল যখন তাকে বিভিন্নভাবে কালো বলে অপমান করা হতো। এষা বলেন, এমন কিছু মেকআপ আর্টিস্টও ছিল যারা আমাকে সব সময় ফর্সা করতে চেষ্টা করত, এবং এর ফলে আমার গোটা শরীরকেই আলাদা করে রং করতে হতো, কারণ আমার মুখের রঙের সঙ্গে আমার গায়ের রং মিলত না। তিনি আরও বলেন, বলিউডের বিখ্যাতরাই নতুনদের কটাক্ষ করে সবচেয়ে বেশি! তবে এ সবের জন্য থেমে থাকেননি তিনি। নানানভাবে তার ক্যারিয়ারকে আটকে দেবার চেষ্টা হলেও নিজ চেষ্টায় উঠে দাঁড়িয়েছেন তিনি। এষা বর্তমানে দুটো ওয়েব সিরিজে কাজ করছেন।