অনলাইন ডেস্ক :
‘মানসী’ ছবির জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুনরূপে নিয়ে আসছেন অভিনেত্রী রোজিনা। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। জনপ্রিয় এই গানকে সময়োপযোগী করে নতুন করে নির্মাণ করেছেন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান। মিউজিক ভিডিওতে এডলফের ডিজাইন করা শাড়ি পরে হাজির হবেন রোজিনা। এডলফ খান বলেন, ‘৩ মাস আগে সুদূর আমেরিকা থেকে রোজিনার ফোন পেয়ে আমি অবাক এবং আবেগাপ্লুত হয়ে পড়ি। এরপর থেকেই মিউজিক ভিডিওটি নির্মাণের পরিকল্পনা করি। এত বড় অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা আমার জন্য একই সঙ্গে আনন্দের ও চ্যালেঞ্জিং। আমি তাকে যেভাবে কল্পনা করি ঠিক সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি। রোজিনা আপুর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং কৃতজ্ঞ। ‘কোরিওগ্রাফি থেকে নির্মাণে এসেছেন এডলফ। তিনি আরো বলেন, ‘রোজিনা আপুর অভিনয়, অভিব্যক্তি, উৎসাহ আর সহযোগিতায় ভিন্ন মাত্রা পেয়েছে মিউজিক ভিডিওটি। আশা করি, সম্পূর্ণ কাজটি সবার ভীষণ ভালো লাগবে। খুব শিগগিরই মিউজিক ভিডিওটি মুক্তি দেব। ‘
আরও পড়ুন
ভিসা সমস্যায় ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ
একইসঙ্গে দুই ওটিটিতে আসছে তুফান
এবার সরকারি বিজ্ঞাপনে সরব হলেন নিরব