October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 16th, 2023, 7:48 pm

নতুন অভিজ্ঞতার কথা জানালেন জয়া

অনলাইন ডেস্ক :

জয়া আহসান। নিজ অভিনয় গুণে দুই বাংলাতেই পেয়েছেন দর্শকদের ভালোবাসা। আর এবার অভিনয় করেছেন বলিউড সিনেমায়। ইতোমধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিং। ‘করক সিং’ নাম দিয়ে প্রাথমিকভাবে চিত্রায়ণ সম্পন্ন হয়েছে ছবিটির। অনিরুদ্ধ রায় চৌধুরীর নির্মাণে এতে জয়ার সহশিল্পী হিসেবে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আরও রয়েছেন সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। ২০২২ সালের ৭ই ডিসেম্বর শুটিং শুরু হয় এই ছবিটির। সম্প্রতি তা শেষ হয়েছে। সিনেমায় কাজ করে নিজের ভালোলাগার কথা জানালেন জয়া আহসান। সিনেমার কিছু স্থিরচিত্র ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে জয়া লেখেন, আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবং আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি। তিনি মনে করেন, একজন শিল্পী কতোখানি শিখতে পারেন, তার কোনো সীমা নেই। জয়া আরও বলেন, প্রত্যেকদিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই ছবির শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারো কাজ করতে উন্মুখ হয়ে থাকবো। এর আগে মহরতের সময় ‘করক সিং’ ছবিটি নিয়ে জয়া আহসান বলেছিলেন, এটা আমার প্রথম হিন্দি ছবি এবং এখানে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। উল্লেখ্য, এই ছবির গল্প ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবিটির মুক্তির বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।