December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 12th, 2023, 8:18 pm

নতুন গান ‘ক্যামেরা’ নিয়ে হাজির আভাস

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় ব্যান্ড আভাস নিয়ে এলো নতুন গান ‘ক্যামেরা’। এটি তাদের পঞ্চম মৌলিক গান। পূর্ব প্রকাশিত চারটি গানের মতই ‘ক্যামেরা’ গানটির লিরিক্যাল মিউজিক ভিডিও নিজস্ব ইউটটউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ‘ক্যামেরা’ গানটির কথা লিখেছেন তানজীর তুহিন, সুর ও মিউজিক ও কম্পোজিশন করেছে ব্যান্ড আভাস। সম্পূর্ণ গানটি রেকর্ড হয়েছে এস. এ. এল. স্টুডিওস এ এবং মিক্স এবং মাস্টারিং করেছেন কাজী আনান। গানটির ভিজ্যুয়াল এডিটিং করেছেন নকিবুল ইসলাম, ভিজ্যুয়াল কনটেন্ট ডিজাইন করেছেন তানজীর তুহিন এবং তত্বাবধানে রাজু শেখ।

ক্যামেরা গানটির সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে ব্যান্ড মিউজিক সোসাইটি অফ বাংলাদেশ এবং হেভি মেটাল লিরিকস এ- মিম হাব। ক্যামেরা’ গানটির অডিও সংস্করণ স্পটিফাই সহ বিভিন্ন আন্তর্জাতিক ও.টি.টি. মিউজিক প্ল্যাটফর্ম অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, গুগল প্লে, আই টিউন স্টোর, গানা, সাভান, ডিজার, জিপি মিউজিক, বাংলা লিংক ভাইব, রবি স্পø্যাশ এ পাওয়া যাচ্ছে।