October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 7th, 2022, 8:02 pm

নতুন গান নিয়ে আসছে মুন্না খান ও রাবিনা বৃষ্টি

অনলাইন ডেস্ক :

গাজীপুরের পুবাইলে হাসনা হেনা শুটিং স্পটে সম্প্রতি চিত্রায়িত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘কে বল তোকে বাসবে ভালো’র। গানটির কথা ও সুর আর জে রুবেলের। সংগীত আয়োজন করেছেন রাব্বি খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন রোমান খান। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে মডেল হয়ে জুটি বেঁধেছেন মুন্না খান ও চিত্রনায়িকা রাবিনা বৃষ্টি। গানটি নিয়ে মুন্না বলেন, ‘কণ্ঠশিল্পী রোমান খানের গাওয়া ‘কে বল তোকে বাসবে ভালো’ গানটি অসাধারণ। এতে রাবিনা বৃষ্টি’র সাথে জুটি বেঁধে কাজ করলাম। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবে এই গান ও ভিডিওচিত্রটি।’ রাবিনা বৃষ্টি বলেন, ‘মুন্না ভাইয়ের সাথে প্রথম মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। গানটি খুবই ভালো লেগেছে। এর সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন দাদা যতœ নিয়েই গানটি নির্মাণ করেছেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘‘কে বল তোকে বাসবে ভালো’ গানটিতে একটু অন্যরকম অনুভূতি পাবেন শ্রোতারা। সেটা মাথায় রেখেই ভিডিওটি করেছি। দর্শকের ভালো লাগলেই তৃপ্তি পাবো।’ জানা গেছে, শিগগিরই গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।