October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 23rd, 2022, 7:58 pm

নতুন টুর্নামেন্ট ‘সিক্সটি’তে অভিনব সব নিয়ম

অনলাইন ডেস্ক :

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ মিলে আয়োজন করতে যাচ্ছে নতুন একটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের। ৬০ বলের এই টুর্নামেন্টটির নাম রাখা হয়েছে ‘দ্য সিক্সটি’। গ্যারি সোবার্স, ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের দেশে বদলে যাচ্ছে ক্রিকেট। ক্রিস গেইল, নিকোলাস পুরানদের হাত ধরে আসছে নতুন নিয়মের টুর্নামেন্ট। ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল হচ্ছেন এই প্রতিযোগিতার প্রধান দূত। ‘সিক্সটি’তে থাকছে বেশ কিছু নতুন নিয়ম। খেলা হবে ছয় উইকেটের। অর্থাৎ, কোনো দলের ছয় উইকেট পড়ে গেলেই ইনিংস শেষ হয়ে যাবে। তৃতীয় পাওয়ার-প্লে নির্ভর করবে ব্যাটিং দলের উপর। প্রথম দুই ওভারের পাওয়ার প্লে-তে অন্তত দু’টি ছক্কা মারতে পারলে তবেই মিলবে তৃতীয় পাওয়ার-প্লে। দশ ওভারের এই ম্যাচগুলোতে প্রতি ওভারের পর উইকেটের প্রান্ত বদল হবে না। টানা পাঁচ ওভার এক প্রান্ত থেকে বোলিং করার পর পরের পাঁচ ওভার উইকেটের অন্য প্রান্ত থেকে বোলিং করতে হবে। নির্দিষ্ট ৪৫ মিনিটের মধ্যে ১০ ওভার বোলিং সম্পূর্ণ করতে হবে। না পারলে শেষ ওভারে একজন ফিল্ডারকে মাঠের বাইরে বেরিয়ে যেতে হবে। শেষের নিয়মটি খেলার সঙ্গে দর্শকদের সরাসরি যুক্ত করবে। যার পোশাকি নাম ‘মিস্ট্রি ফ্রি হিট’। ব্যাটিং করা দল কখন সেই ফ্রি-হিট নিতে পারবে, তা ঠিক করে দেবেন দর্শকেরা। নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ভোট দিতে পারবেন দর্শকরা। সেই ভোটের ফলাফলের ভিত্তিতে ঠিক হবে ব্যাট করা দল কখন ফ্রি হিট নিতে পারবে। ২৪ থেকে ২৮ আগস্ট সেন্ট কিটসে হবে এ টুর্নামেন্ট। এতে অংশ নিবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। ক্যারিবিয়ান ক্রিকেট কর্তাদের আশা, দেশের সেরা সব ক্রিকেটারকেই পাওয়া যাবে নতুন এই প্রতিযোগিতায়। কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও পাওয়া যাবে বলে মনে করছেন আয়োজকরা।