October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 26th, 2021, 8:44 pm

নতুন তিনটি উপজেলা হচ্ছে

অনলাইন ডেস্ক :

নতুন করে আরও তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৫টি। সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উপজেলাগুলো হচ্ছে- মাদারীপুরের ডাসার। কক্সবাজারে ঈদগাও ও সুনামগঞ্জের মধ্যনগর। সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী ও নিকার- এর সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ। এখন থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শান্তিগঞ্জ উপজেলা নামে পরিচিত হবে। নিকারের বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে দেওয়া প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন, নিকারের বৈঠকে মন্ত্রীরা সচিবালয় থেকে এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পদ্মা সেতুর পিলারগুলোতে জাহাজ বা ফেরির ধাক্কা লাগার কোনও আশঙ্কা নেই বলে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতুর পিলারগুলোতে কোনও নৌযানের সরাসরি ধাক্কা লাগার আশঙ্কা নেই। কেননা, প্রতিটি পিলারের চারপাশে পিলারক্যাপ রয়েছে। দুর্ঘটনাকবলিত ফেরিটি ক্যাপেই ধাক্কা খেয়েছে। তিনি আরও জানান, পদ্মা সেতুর আশপাশ দিয়ে নৌযানসমূহের চলাচলের জন্য চ্যানেল ঠিক করে দেওয়া হয়েছে।