অনলাইন ডেস্ক :
নতুন নির্মাতাদের নিয়ে ৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। প্রতিষ্ঠানের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘নতুন পরিচালক, শিল্পী আর কলাকুশলী তৈরির পরিকল্পনা কয়েক বছর ধরেই মাথায় ঘুরছিল। তার বাস্তবায়ন আমরা শুরু করেছি। যা থেকে আমরা সুফল পেয়েছি। আমাদের নতুনেরা অনেক নতুন পরিকল্পনা নিয়ে ঘুরছেন। তাদের চিন্তাভাবনা অনেক ভালো। কিন্তু তারা কাজের সুযোগ পাচ্ছেন না। তারা গল্প দিলে ফিল্মের উপযোগী ৫০টি গল্প বাছাই করে কাজের সুযোগ দেওয়া হবে। নতুন নির্মাতার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যগুলোতে নতুন অভিনয়শিল্পীরা মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন। আগ্রহী তরুণেরা চাইলে রহভড়@ধষঢ়যধরংঃঁরড়ং.পড়স ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন গল্প ও নির্মাণ পরিকল্পনা। এসব গল্প নিয়ে আগামী ঈদুল আজহার আগে ৫০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। বছরজুড়ে নির্মিত চলচ্চিত্রগুলো টেলিভিশন ও অনলাইনে প্রচার হবে। এর আগে টেলিভিশন অভিনেতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মনোজ প্রামাণিকের ১৪ শিক্ষার্থীকে দিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছিল এই প্রযোজনা প্রতিষ্ঠান। যা ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী দীপ্ত টিভিতে প্রচার হয়।
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিবেন তামিম
কন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
বিলিয়নিয়ার হলেন সেলেনা গোমেজ