October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 8th, 2023, 8:06 pm

নতুন প্রেমে মজেছেন ইমরান!

অনলাইন ডেস্ক :

নতুন প্রেমে মজেছেন বলিউড তারকা ইমরান খান। দক্ষিণী অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে তার প্রেম নিয়ে জোর গুঞ্জন চলছে। শুধু তাই নয়, ছবিও এসেছে প্রকাশ্যে। বলিউড তারকা ইমরান খানকে মনে আছে আপনাদের? সম্পর্কে তিনি আমির খানের ভাগ্নে। তার মিষ্টি হাসিতে একসময় বুঁদ ছিল সবাই। ক্যারিয়ার শুরু হয়েছিল ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে। সেই ছবির গান-গল্প আজও লোকের মুখে মুখে। জয়-অদিতির সেই কেমিস্ট্রি ভুলে যাবে সে সাধ্য কার? যদিও এর পরে কার্যত হারিয়েই যান তিনি। ২০১৪-র পর থেকেই পর পর ফ্লপ হতে শুরু করে ছবি। স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যায়। হঠাৎই একদিন শোবিজকে বিদায় জানান ইমরান। এখন কোথায় সেই ইমরান খান? এ প্রশ্ন ছিল দর্শকদের মনে। সূত্র বলছে, ইমরানের মন জুড়ে এখন নতুন ব্যস্ততা। দক্ষিণী অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে তার প্রেম নিয়ে গুঞ্জন চলেছে। শুধু তাই নয়, যুগল ছবিও এসেছে প্রকাশ্যে। দেখা গেছে, হাতে হাত ধরে তারা ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করছেন। তাকে দেখে উচ্ছ্বসিত সকলেই। আবারও যে নতুনভাবে শুরু করছেন জীবন, তা দেখে খুশি অনুরাগীরা। প্রসঙ্গত, ইমরান খানের পুরো নাম, ইমরান পাল খান। পাল শুনে অবাক হলেন? ইমরান কিন্তু বাঙালি। তার বাবা বাঙালি হিন্দু। পদবী পাল। আইআইটি বম্বে থেকে পড়াশোনা করে বর্তমানে তিনি বিদেশে ইয়াহু কোম্পানিতে কাজ করেন। মা হলেন মুসলিম। পরিচালক নাসির হুসেনের মেয়ে আর আমির খানের বোন। মামাকে দেখেই ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে ইমরানের ক্যারিয়ার শুরু। এর আগে শিশুশিল্পী হিসেবেও কাজ করেছেন।