October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 13th, 2023, 8:15 pm

নতুন বছরে নতুন করে ফিরছেন ববি

অনলাইন ডেস্ক :

দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে সরব হলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বাবার মৃত্যুর পর বড় একটা ধাক্কা আসে ব্যক্তিজীবনে। একসময় এমনকী পণ করেও ফেলেছিলেন যে আর অভিনয়েই ফিরবেন না! এরপর কোভিডের আক্রমণে জনবিচ্ছিন্ন জীবনে ববি একা ঢাকায় আটকে পড়েন! কারণ মাসহ বাকি আত্মীয়স্বজনেরা তখন অস্ট্রেলিয়ায়। তাই ব্যক্তিজীবনের এসব নানা নাটকীয়তা আর টানাপোড়েনের গল্পের ভেতরে যে ঘটনাটি ঘটেছে, তাহলো দীর্ঘদিনের একটি গ্যাপ তৈরি হয়েছে চলচ্চিত্রে। বড় পর্দায় ববিকে দেখা যায় না অনেকদিন। দেখা যায় না বড় পোস্টারেও! তবে নতুন বছরে আবারও নতুন করে ফিরছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এবছর ববি অভিনীত প্রায় হাফ ডজন ছবি মুক্তি পাবে। এ প্রসঙ্গে ববি বলেন, ‘ভাল কাজের জন্য অপেক্ষা করেছি। হ্যাঁ, এটা ঠিক, দীর্ঘদিন একটা খারাপ সময় গেছে। সেটা ব্যক্তিজীবন। কিন্তু দর্শকদের চাহিদা বা এই যে কোভিডের পর দর্শক কৌতুহলও কিন্তু পাল্টে গেছে। সেদিক বিবেচনা করেই ভিন্ন ধারার কিছু কাজ করছি। যে ধরনের চরিত্রে এর আগে দর্শকেরা আমাকে দেখেননি। কারণ আমি সবসময় সময়ের সাথে সাথেই চলার চেষ্টা করি। দর্শকেরাও একইরকম চরিত্রে আমাদের দেখতে দেখতে যেন বিরক্ত না হন, সেদিকেও খুব খেয়াল রাখি।’ এর ভেতরে অতি সম্প্রতি সানী সানোয়ারের ‘ব্ল্যাক ওয়ার’ মুভির জন্য একটি আইটেম গানেও পারফর্ম করলেন ববি। এ প্রসঙ্গে ববি বলেন, ‘আসলে দর্শকদের কাছে কিন্তু আমি বড় পর্দায় পুলিশ চরিত্রে খুব পপুলার। সেদিক থেকে বলবো ‘ব্লাক ওয়ার’ কিন্তু আমার টাইপের মুভি। কিন্তু আমি এই ছবিতে একেবারেই ভিন্ন একটি রূপে হাজির হয়েছি। এটাই আমার প্রথম কোনো আইটেম গানে কাজ করা। সানী সানোয়ার ভাই একদিন ফোন করে বললেন, ‘এই গানটির জন্য আমি অন্য কারোর কথা ভাবতে পারছি না।’ আমিও রাজী হলাম। কাজটা করে ভালই লাগলো। তবে কমার্শিয়াল ফ্যান্টাসি মুভি থেকে বেরিয়ে একেবারে গল্পনির্ভর ছবি প্রসঙ্গে ববি বললেন সময় বদলের প্রসঙ্গ। একই সাথে ভিন্ন ভিন্ন ৬ জন নির্মাতার ছবি শেষ করছেন এ বছর। যা ২০২৩ এ মুক্তি পাবে। এর বাইরে ভাল গল্পের ওয়েব ফিল্ম হলে অবশ্যই তাতে কাজ করতে চান ববি। ববি বলেন, ‘আজীবন চলচ্চিত্রের সাথেই থাকতে চাই বলে জীবনে অনেককিছু সেক্রিফাইস করেছি। আমার এই পরিশ্রমের মূল্যায়ন আমার দর্শকেরা করবেন বলে আমার শতভাগ বিশ্বাস রয়েছে।’