অনলাইন ডেস্ক :
ঢালিউড কিং শাকিব খান। দীর্ঘ দিন ধরে ঢাকাই চলচ্চিত্রে রাজত্ব করছেন তিনি। অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন ওপার বাংলাও। অন্যদিকে নুসরাত ফারিয়া দুই বাংলায়ই নজর কেড়েছেন। এর আগে তাদেরকে একসঙ্গে চলচ্চিত্র ও বিজ্ঞাপনে দেখা গেছে। আবারো জুটি বেঁধে হাজির হলেন তারা। তবে চলচ্চিত্র নয়, একটি বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন এই যুগল। বৃহস্পতিবার প্রচারে এসেছে বিজ্ঞাপনচিত্রটি। ২ মিনিট ৩৪ সেকেন্ড দৈর্ঘে্যর এ বিজ্ঞাপনে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শাকিব-ফারিয়া। পারিবারিক একটি গল্প বলেছেন বিজ্ঞাপনটিতে। নেচে-গেয়ে যেমন উল্লাস করেছেন, তেমনি এই যুগলের মিষ্টি খুনসুটি, রসায়ন মুগ্ধ করছে ভক্তদের। রিমন খান নামে একজন লিখেছেন, ‘শাকিব মানে অসাধারণ পারফরম্যান্স। সত্যি বিজ্ঞাপনটি অনেক সুন্দর হয়েছে। কিংখান বলে কথা!’ মাসুদ খান লিখেছেন, ‘খুব খুব সুন্দর হয়েছে শাকিব-নুসরাত।’ নাজমুল রহমান লিখেন, ‘অসাধারণ ফিটনেস! এভাবে ফিটনেস ধরে রাখতে পারলে, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু পাবো।’ এমন অসংখ্য প্রশংসাসূচক মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। বার্জার পেইন্টসের এই বিজ্ঞাপন নির্মাণ করেছেন সামিউর রহমান। ঢাকার মেরাদিয়ায় অবস্থিত একটি শুটিং হাউজে সেট তৈরি করে নির্মাণ করা হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। এতে ব্যবহৃত গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও লুইপা। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ