October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 15th, 2022, 8:07 pm

নতুন বিজ্ঞাপনে ফারুক ও আফজাল শরীফ

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও আফজাল শরিফকে নিয়ে সরকারি প্রকল্পের বেশ কয়েকটি জনসেবা ও তথ্যমূলক বিজ্ঞাপন নির্মাণ করলেন নির্মাতা কাজী আওসাফ রেজা। সিনেমোশন ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের ব্যানারে বিজ্ঞাপনগুলো নির্মাণ করা হয়েছে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে সরকারি প্রকল্পের এসব বিজ্ঞাপনের শুটিং সম্পন্ন হয় বলে জানিয়েছেন নির্মাতা। বিজ্ঞাপনগুলোতে আফজাল শরিফ এবং ফারুক আহমেদ ছাড়াও আরও অভিনয় করেছেন রাবেল আহমেদ, ফাহমিদা রহমান তৃষা, আশিক আলম, শামীম রেজা, রথি জেসমিন এবং জসিম উদ্দিন। আফজাল শরীফ বলেন, এটি একটি জনমুখী ও তথ্যমূলক কাজ। রেজার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। কাজের অভিজ্ঞতা বেশ ভাল। আশা করি কাজটি দর্শক ভালভাবে গ্রহণ করবে। ফারুক আহমেদ বলেন, বেকার সমস্যা দূর করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনগুলোতে। এগুলো দেখে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে উদ্বুদ্ধ হবেন অনেকেই। নির্মাতা জানান, বিজ্ঞাপনগুলো খুব শিগগিরই সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিভিশনে দর্শকরা দেখতে পারবেন।