October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 13th, 2022, 8:13 pm

নতুন বোমা ফাটালেন শোয়েব-সানিয়া

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় ক্রীড়া সেলিব্রিটি জুটি শোয়েব মালিক-সানিয়া মির্জার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। এমন শোনা গেছে যে ইতোমধ্যেই বিচ্ছেদ হয়েও গেছে তাদের, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এরই মাঝে চমকের মতো এলো নতুন এক ঘোষণা। পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্ম ‘উর্দুফ্লিক্সে’ আসছে সানিয়া-শোয়েব জুটির ‘দ্য মির্জা মালিক শো’। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে এক যুগ আগে বেশ সাড়া ফেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার শোয়েব মালিক। ২০১০ সালে আলোচিত সেই বিয়েতে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি ভারত-পাকিস্তানের চরম রাজনৈতিক বৈরিতাও। তাদের দুজনের সংসারে রয়েছে একটি সন্তানও। তবে বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় এই জুটির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছে নেট মাধ্যমে। বিচ্ছেদের কারণ হিসেবে অনেকেই দায়ী করছেন শোয়েব মালিককে। বিভিন্ন নারী মডেলের সঙ্গে সখ্যতার জের ধরেই নাকি সানিয়া মির্জা আলাদা হতে চাইছেন মালিকের কাছ থকে। বিভিন্ন মডেলের নাম জড়িয়ে নেটিজেনদের কাছ থেকে অনেক গালমন্দও শুনেছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার। এদিকে, বিবাহ বিচ্ছদের গুঞ্জন চাউর হওয়ার অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয় মির্জার করা কিছু পোস্ট। তবে নিজেদের সম্পর্ক ভাঙ্গার ব্যাপারে এখনও কোণ ধরনের কিছুই প্রকাশ করেননি শোয়েব মালিক। এমনকি তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককেও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলেও শোনা যায়। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম একাউন্টে সানিয়া মির্জা লেখেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? সৃষ্টিকর্তাকে খুঁজতে।’ এছাড়াও নিজের ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে সেখানেও তিনি ক্যাপশন লেখেন ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’ সানিয়া মির্জার এমন পোস্টের পরই বিবাহ বিচ্ছদের গুঞ্জন ডালপালা মেলে আরও। তাদের এক ঘনিষ্ঠ বন্ধুও দু’দিন আগেই দাবি করেছিলো, ইতোমধ্যেই আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে দুই তারকার। তবে এর চেয়ে বেশি কিছু জানাতে পারছেন না বলেও তিনি জানান। এদিকে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অনেকটা বোমা ফাটার মতোই এলো ‘দ্য মির্জা মালিক শো’ এর ঘোষণা। এই ঘোষণা জানার পর এখন অনেকের ধারণা, অনুষ্ঠানের প্রচারণার জন্যই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তোলা হয়েছিলো কিনা। ‘দ্য মির্জা মালিক শো’ এর পোস্টার প্রকাশের পর সেটইকেও ভালোভাবে নেয়নি তাদের ভক্তরা। অনেকেই জানিয়েছেন অনুষ্ঠানের প্রচারের জন্য নিজেদের বিয়ে এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন ছেলেখেলা করা উচিত হয়নি তাদের। তবে ভারত-পাকিস্তানের দুই তারকার নতুন এই অনুষ্ঠান নিয়ে ব্যাপক আগ্রহও দেখা দিয়েছে তাদের ভক্তদের মাঝে।