November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 19th, 2022, 7:44 pm

নতুন রূপে হাজির ‘পরাণ’ খ্যাত এই জুটি

অনলাইন ডেস্ক :

মিমের পরনে লাল টুকটুকে শাড়ি। মাথায় টিকলি, নাকে নথ। কানে দুল, গলায় সোনার হার। কপালে লাল রঙের টিপ। নববধূ বিদ্যা সিনহা মিমের চোখে-মুখে আনন্দের হাসি। এক হাতে মিমকে জড়িয়ে ধরে, অন্য হাতে মিমের হাত ধরে আছেন বর শরীফুল রাজ। তার পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। গত রোববার সন্ধ্যায় মিম তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে এমন রূপে ধরা দিয়েছেন ‘পরাণ’ খ্যাত এই জুটি। আর ক্যাপশনে মিম লিখেছেন ‘‘পরাণ’-এর পর নতুন রূপে রোমান আর অনন্যা আসছে। ‘দামাল’-এর প্রথম গান খুব শিগগির আসছে।’’ ছবিটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন মিম-রাজ। কিছুদিন আগে রাজ-মিমের ‘পরাণ’ সিনেমা মুক্তি পায়। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে এ জুটির নতুন সিনেমা ‘দামাল’। এ সিনেমায় এমন লুকে দেখা যাবে এই জুটির রসায়ন। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন এই পরিচালক।গত মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পায় ‘দামাল’ সিনেমার ট্রেইলার। আজ এই স্থিরচিত্র প্রকাশ করে নতুন গান মুক্তির খবর দিলেন মিম। মমতাজের গাওয়া এ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ। সুর করেছেন আরাফাত মহসিন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।