October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 8th, 2022, 7:41 pm

নতুন রেকর্ড গড়লেন বাটলার

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ৫২তম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে রাজস্থানের ওপেনার জস বাটলার অনন্য রেকর্ড গড়েছেন। এক আসরে যৌথ দ্রুততম ব্যাটার হিসেবে ৬০০ রান করলেন তিনি। পাঞ্জাবের ১৮৯ রান তাড়া করতে নেমে বাটলার ১৬ বলে ৩০ রানে আউট হয়ে গেলেও তার নাম উঠে যায় রেকর্ড বইয়ে। চলতি আসরে ১১ ম্যাচে বাটলারের সংগ্রহ ৬১৮ রান। তিনি ছুঁয়েছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, শন মার্শ ও ক্রিস গেইলকে। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে মাত্র ১১ ম্যাচে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি। গেইলও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০১১ সালে এই রেকর্ড করেন। ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই মাইলফলক স্পর্শ করেন ডেভিড ওয়ার্নার। ২০০৮ সালে শন মার্শ পাঞ্জাবের হয়ে এই রেকর্ড করেছিলেন। আইপিএলের চলতি আসরে বাটলারই কেবল ৬০০ রানের বেশি করেছেন। তাই অরেঞ্জ ক্যাপটি তার দখলেই। দ্বিতীয় স্থানে থাকা লোকেশ রাহুলের সংগ্রহ ৪৫১ রান।