October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 23rd, 2022, 7:36 pm

নতুন রেকর্ড গড়লেন শিরিন

অনলাইন ডেস্ক :

পরশু দিন ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। এখানকার আবহাওয়ার সঙ্গে সেভাবে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পাননি। তার পরেও লন্ডন প্রবাসী অ্যাথলেটের আসন কেউ কেড়ে নিতে পারেননি। শুক্রবার আর্মি স্টেডিয়ামে সুলতানা কামাল জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ইমরানুর রহমান। ১০ দশমিক ২৯ সেকেন্ড টাইমিং করে বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব অক্ষুণ্ণ রেখেছেন ২৮ বছর বয়সী এই অ্যাথলেট। দ্বিতীয় স্থান পাওয়া নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল সময় নিয়েছেন ১০ দশমিক ৭০ সেকেন্ড। আর তৃতীয় হওয়া একই সংস্থার রাকিবুল হাসান সময় নিয়েছেন ১০ দশমিক ৮০ সেকেন্ড। এই বছর জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে শিরিন আক্তারকে হারিয়ে দ্রুততম মানবী হয়েছিলেন সুমাইয়া দেওয়ান। আজ অবশ্য হেরে গেছেন সেই শিরিনের কাছেই। ১১ দশমিক ৯৫ সেকেন্ড দৌড়ে নতুন রেকর্ড গড়ে নৌবাহিনীর শিরিন দ্রুততম মানবীর খেতাব ফিরে পেয়েছেন। এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিল ১১ দশমিক ৯৯ সেকেন্ড। সেটা গড়েছিলেন শিরিন নিজেই ২০১৬ সালে গৌহাটি সাফ গেমসে। দ্বিতীয় হওয়া সুমাইয়া দেওয়ানের টাইমিং ১২ দশমিক ০৯ সেকেন্ড। তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নেন ১২ দশমিক ৩৬ সেকেন্ড।