December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 13th, 2022, 7:36 pm

নতুন লুকে হাজির শ্রাবন্তী

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী হঠাৎ করেই ঝরিয়েছেন ৪৩ কেজি ওজন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আগে ওজন ছিল ১১০ কেজি। এখন ৬৭ কেজি। ’ শ্রাবন্তীর নতুন ছবিটি দেখে অনেকে ভেবেছেন, আবার হয়তো পর্দায় ফেরার জন্য এই পরিবর্তন। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। ওই পোস্টে শ্রাবন্তী আরও লেখেন, ‘কিছু কিছু আপা আর ভাইয়াদের ধারণা, আমি আবার নতুন করে অভিনয় শুরু করতে যাচ্ছি। দুঃখিত, সেটা সত্যি নয়। তাই শান্ত হোন। আলহামদুলিল্লাহ, আমি আমার দুই মেয়েকে নিয়ে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। ’ মন্তব্য করে শ্রাবন্তীর ডায়েট চার্ট সম্পর্কে জানতে চান। উত্তরে আবদুল্লাহ আল সিয়াম নামে এক ব্যক্তির ফেসবুক আইডির লিংক জুড়ে দিয়ে শ্রাবন্তী লিখেছেন, ‘উনার কাছে শুনুন। ওঁর ডায়েট চার্ট অনুসরণ করে আমি ওজন কমিয়েছি। ’ অন্যদিকে ওই পোস্টে আবদুল্লাহ আল সিয়াম মন্তব্য করেন, ‘আরও স্লিম হতে হবে। ’ উত্তরে শ্রাবন্তী সিয়ামকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আর পারব না। অনেক কষ্ট। আপনাকে রাতদিন অনেক জ¦ালিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার জন্য অনেক কিছু করলেন। ’ ‘রং নম্বর’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন শ্রাবন্তী। ২০১০ সালে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে বিয়ে করেন তখন তার ক্যারিয়ার তুঙ্গে। ২০১১ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান রাবিয়াহ। ২০১৫ সালে জন্ম হয় ছোট মেয়ে আরিশার, যদিও ২০১৮ সালে এ জুটির বিচ্ছেদ হয়ে যায়। এরপর দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন শ্রাবন্তী। মাঝে ওয়ালমার্টে কাজ নিয়েছিলেন। ভালো না লাগায় তা ছেড়ে দেন। পরে মেডিকেল সহকারীর স্বল্পমেয়াদী একটি কোর্স করেছেন।