October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 27th, 2021, 7:57 pm

নতুন সব অভিজ্ঞতার কথা জানালেন শাকিব খান

অনলাইন ডেস্ক :

প্রায় মাস খানেক ধরেই ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান গ্রামে। এস এ হক অলিকের ‘গলুই’ সিনেমার জন্য কাজ করছেন বগুড়া ও জামালপুরের নদীবর্তী এলাকায়। গত ২৯ সেপ্টেম্বর থেকে টানা ৩০ দিন শুটিং হয়েছে। আর এক সপ্তাহ পরই প্যাকআপ হচ্ছে লালু ওরফে শাকিব খানের কাজ। শেষ হচ্ছে এই নায়কের ‘গলুই’ মিশন। তবে এ ক’দিনে সেখানে নিত্যদিন নতুন সব অভিজ্ঞতার সম্মুখীনও হয়েছেন তিনি। সর্বশেষ অংশ নিয়েছেন নৌকাবাইচ প্রতিযোগিতায়। আর সেটি সিনেমার কাজেই। শাকিব জানালেন, এটা তার জীবনের একেবারেই আনকোরা অভিজ্ঞতা। বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিতও তিনি। বললেন, ‘নৌকাবাইচ আমি সচক্ষে জীবনে কখনও দেখিনি। সিনেমায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি। কিন্তু সামনাসামনি এটাই প্রথম। আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। রিয়েল নৌকাবাইচের যে ফিলটা আছে, সেটাই ছিল এখানে। মানুষ আর মানুষ। একেবারে উৎসব বসে গিয়েছিল।’ শাকিবের নৌকাবাইচ নিয়ে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সেখানে দেখা যায়, গ্রামের বৌ-ঝিরা ছেলে-মেয়েদের নিয়ে হাজির হয়েছেন। নদীর পাড় দিয়ে বসে গেছে বাহারি দোকান। শাকিব বলেন, ‘নৌকাবাইচ যে আমাদের গ্রামবাংলার ঐতিহ্য- এখানে এসে তা আরও একবার বুঝেছি। পুরো উৎসবমুখর পরিবেশ। এখানে সেটাই কিন্তু হয়েছে। কখনও মনে হয়নি শুটিং হচ্ছে।’ চলচ্চিত্রটিতে শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে। ছবিতে তার নায়িকা পূজা চেরি। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের ছবিটির সহপ্রযোজক খোরশেদ আলম খসরু। খসরু জানান, নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।