অনলাইন ডেস্ক :
পরিবর্তনের হাওয়া বইছে পাকিস্তানে। ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। সেই পরিবর্তনের আঁচ পড়তে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি)। এতদিন ধরে একটা গুঞ্জন ছিল যে ইমরান খান চলে যাওয়ায় পিসিবির চেয়ারম্যান পদে একটা পরিবর্তন আসতে বাধ্য। তাই রমিজ রাজার পদত্যাগের একটা আভাস বাতাসে ভাসছিল কয়েক দিন ধরে। কিন্তু পাকিস্তানের জিও নিউজ বলছে, ফেডারেল সরকারে পরিবর্তন সত্ত্বেও পদত্যাগ করছেন না তিনি! এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, নতুন সরকারের সিদ্ধান্তের অপেক্ষাতেই আছেন রমিজ। সেখান থেকে কোনও ধরনের বার্তা না আসা পর্যন্ত পিসিবির কাজ ঠিকঠাক মতো চালিয়ে যাবেন। তবে শেষ পর্যন্ত রমিজ রাজা যদি পদত্যাগ করেন-ই, সেক্ষেত্রে সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিকে দেখা যেতে পারে এই পদে। যিনি এর আগেও পিসিবিতে নানা নাটকের সঙ্গী ছিলেন। এটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার যে পাকিস্তানে সরকার পরিবর্তন হলে পরিবর্তন আসে পিসিবিতে। সংস্থাটির গঠনতন্ত্রেই আছে- পিসিবির প্রধান পৃষ্ঠপোষক পাকিস্তানের প্রধানমন্ত্রী। ফলে তার পছন্দের ব্যক্তি পিসিবির শীর্ষ পদে বসে থাকেন। ২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসার আগে পিসিবির চেয়ারম্যান ছিলেন নাজাম শেঠি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শেঠিকে সরিয়েই পিসিবির শীর্ষ পদে বসানো হয় এহসান মানিকে।
আরও পড়ুন
পর্তুগালে ‘বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট’ লিগে লিসবন সিক্সার্স চ্যাম্পিয়ন
বৃষ্টি আর শ্রীলঙ্কার লড়াইয়ে শেষ হলো তৃতীয় দিন
তামিম, মুশফিক, লিটনের র্যাঙ্কিংয়ে উন্নতি