October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 7th, 2023, 6:17 pm

নতুন সিনেমার শুটিং শেষ করলেন মিম

অনলাইন ডেস্ক :

গেলো বছরের অন্তিম মাসে দ্বিতীয় ইনিংস শুরু করেন টলিউড সুপারস্টার জিৎ ও ঢাকার নায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যক্তিগত কোনো প্রসঙ্গ নয়, এটি তাদের পেশাগত প্রজেক্ট। নাম ‘মানুষ’। নায়ক, প্রযোজক, কুশলী সবাই কলকাতার। তবে নায়িকা এবং ছবিটির মূল কারিগর তথা নির্মাতা বাংলাদেশের। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় গেলো ডিসেম্বরের মাঝামাঝিতে কলকাতায় শুরু হয় ‘মানুষ’র শুটিং। কয়েক দফায় কলকাতায় গিয়ে তাতে অংশ নেন মিম। সর্বশেষ চলতি ফেব্রুয়ারির শুরুতেই পশ্চিমবঙ্গে গেছেন নায়িকা। এর আগেজানিয়েছিলেন, এটিই শেষ লট। এর মাধ্যমে ছবির চিত্রায়ন শেষ হবে। শেষ হয়েছেও বটে। সোমবার ‘মানুষ’-এ মিমের শুটিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সে খবর নায়িকা জানালেন সোশ্যাল হ্যান্ডেলে। বললেন, “আমার নতুন ছবি ‘মানুষ’র চিত্রায়ন শেষ। অসাধারণ মেধাবী একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য। নির্মাতা সঞ্জয় দা’র সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। তিনি তার জানপ্রাণ ঢেলে দিচ্ছেন এই ছবিতে। আমি বিশ্বাস করি, ছবিটি বিশাল হিট হবে।” সবশেষে নির্মাতার প্রশংসাও করলেন মিম। সঞ্জয়কে উদ্দেশ্য করে তার বার্তা, ‘আপনি শুধু একজন মেধাবী নির্মাতাই নন, সেই সঙ্গে সুন্দর মনের একজন অসাধারণ মানুষ।’ এদিকে ‘মানুষ’র সর্বশেষ অবস্থা প্রসঙ্গে সঞ্জয় সমদ্দারবলেন, ‘মিমের শুটিং শেষ, তবে শেষ নয়। কারণ জিৎসহ অন্যান্যের অংশ বাকি আছে। আমরা মিমের অংশটি শেষ করেছি। পরিকল্পনাটা এমনই ছিলো।’ নির্মাতা জানান, সিনেমাটি প্রসঙ্গে এখনই গণমাধ্যমে বিস্তারিত বলায় প্রযোজনা সংস্থার বারণ আছে। তবে ফেব্রুয়ারিরর পুরোটা জুড়েই ভারতের বিভিন্ন অঞ্চলে শুটিংয়ে ব্যস্ত সময় কাটাবেন ঢাকার সঞ্জয়। দেশে ফিরবেন মার্চের শুরুতে। উল্লেখ্য, ‘মানুষ’-এ জিৎ ও মিমের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন টলিউডের নবীন তারকা জিতু কমল। এছাড়াও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে জিতের প্রতিষ্ঠান জিতজ ফিল্মওয়ার্কস।