May 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 9th, 2023, 8:17 pm

নতুন সিনেমায় আদর আজাদ

অনলাইন ডেস্ক :

‘তালাশ’ ও ‘যাও পাখি বলো তারে’ দুটি সিনেমায় অভিনয় করে সম্ভাবনা জাগিয়েছেন এ সময়ের নায়ক আদর আজাদ। সেই ধারাবাহিকতায় হাতে রয়েছে বেশ ক’টি উল্লেখযোগ্য সিনেমা। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলো নতুন সিনেমা ‘দ্যা রাইটার’। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করবেন অপূর্ব রানা। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন এ এইচ এনামুল হক। গত শুক্রবার নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানালেন আদর। এখনও চূড়ান্ত হয়নি নায়িকা। তবে নায়িকা ছাড়াই ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ভালুকায় চলবে সিনেমাটির প্রথম ধাপের শুটিং। সেখান থেকে ফিরে নায়িকা চূড়ান্ত করে ঈদের পর একটানা চলবে বাকি শুটিং। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতা রানা। নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবো। আমাকে একজন লেখকের চরিত্রে দেখা যাবে। এর গল্পটি ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে ভালো একটি কাজ দর্শক উপহার পাবে।’ অপূর্ব রানা বলেন, ‘একজন লেখকের জীবন নিয়ে সিনেমার গল্পটি এগিয়ে যাবে। গল্পে চমক আছে। আদরের বিপরীতে এখনও নায়িকা চূড়ান্ত নয়। প্রথম ধাপের শুটিং শেষে নায়িকা চূড়ান্ত করা হবে। তবে পরিচিত নায়িকাই দেখা যাবে। আশা করছি, অনেক দিন পর দর্শক আমার ভালো একটি গল্পের সিনেমা উপহার পাবে।’ সিনেমাটিতে আরও অভিনয় করবেন জয়রাজ, শিবা সানু, রাশেদ মামুন অপু, শিরিন শিলা প্রমুখ। আদর আজাদ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘নাকফুল’, ‘অগ্নিশিখা’, ‘লোকাল’, ‘চিৎকার’, ‘পোড়া অন্তর’ ও ‘মুক্তি’ সিনেমাগুলো।