October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 7:30 pm

নতুল লুকে হাজির আল্লু অর্জুন

অনলাইন ডেস্ক :

বক্স অফিসে একাই ঝড় তুলতে পারেন ‘পুষ্পা: দ্য রাইজ’ তারকা আল্লু অর্জুন। পুরো ভারত জুড়ে অসংখ্য ভক্ত তার। সম্প্রতি তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যা দেখে ভক্তদের চোখ কপালে উঠেছে। সকলের মনেই প্রশ্ন, এ কী হাল আল্লুর? ছবিটিতে ঢোলা টি শার্ট এবং কালো ট্রাউজারে দেখা গিয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে। গাল ভর্তি দাড়ি-গোঁফ, চোখে কালো চশমা, ঝাঁকড়া চুল। শরীরে মেদ বেড়েছে অনেক। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। নেটিজেনদের একাংশের দাবি, ‘অনেক ওজন বেড়ে গেছে আল্লু অর্জুনের’। কেউ কেউ বলেছেন, ‘বয়স বেড়ে গেছে।’ আবার কেউ বলছেন, ‘নতুন কোনো ছবির লুকের জন্যই হয়তো এত পরিবর্তন।’ আল্লু অর্জুন বর্তমানে ব্যস্ত ‘পুষ্পা ২’-এর শুটিং নিয়ে। এই ছবির বাজেট ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বাজেট ছিল ১৯৩ কোটি। ‘পুষ্পা ২’-এর বাজেট হতে চলেছে ৪০০ কোটি। সূত্র: বলিউড লাইফ