December 8, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 26th, 2021, 6:16 pm

নবজাতকসহ নুসরাতের পাশে যশ

অনলাইন ডেস্ক :

বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল সেপ্টেম্বরে নয়, আগস্টের শেষেই মা হতে চলেছেন সংসদ সদস্য-অভিনেত্রী নুসরাত জাহান। বুধবার কিংবা বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত। আর বৃহস্পতিবার মা হলেন নুসরাত জাহান। ভারতের জিনিউজ টেলিভিশন এ খবর জানিয়েছে। জানা গেছে, কলকাতার পার্কস্ট্রিটের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে হয়েছে তার অস্ত্রোপচার। হাসপাতালটির ৫১১ নম্বর বেডে রয়েছেন তিনি। নুসরাত এবং তার নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। সন্তান জন্মদানের সময় নুসরাতের ইচ্ছে অনুযায়ী তার পাশে ছিলেন যশ দাশগুপ্ত। প্রেমিকার সার্বক্ষণিক দেখভাল করছেন তিনি। নবজাতকের ওজন ২.৯ কেজি। মায়ের সঙ্গেই রয়েছে সন্তান। সন্তান জন্ম দেওয়ার সময় তার ইচ্ছে অনুসারে নুসরাতের সবচেয়ে কাছের মানুষ যশ দাশগুপ্ত সঙ্গে ছিলেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন নুসরাতের সব দায়িত্ব নিয়েছিলেন যশ। কিন্তু নুসরাত নিজে এই বিষয় নিয়ে মুখ খোলেননি। মা হওয়ার এ পর্যায়ে নারীদের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন নুসরাত। ব্যঙ্গ, বিদ্রপ, ঘৃণার প্রবল বাণের মুখে জীবনের লড়াইয়ের কথা জানিয়েছিলেন তিনি। নুসরাতের মতে, সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভালো থাকা যাবে না। নিজের পছন্দ আর ইচ্ছাকেই প্রত্যেক নারীকে প্রাধান্য দিতে হবে, এই কথাই বারবার নেট মাধ্যমে বলতে চেয়েছেন নুসরাত।