জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট মোশারফ হোসেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল ) উপজেলায় মাহে রমজানে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
বাজার পরিদর্শনে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খেজুর বিক্রি এবং অধিক মূল্যে তরমুজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ৪ টি মামলায় ৪ হাজার ৫শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট মোশারফ হোসেন উপস্থিত সকলে উদ্দেশ্যে বলেন, সতর্ক না হলে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
অর্ধেকেরও বেশি আন্তঃজেলা বাস টার্মিনাল ব্যবহার করে না
বেপরোয়া হয়ে উঠেছে শিকারীরা, বন্ধ হচ্ছে না সুন্দরবনে হরিণ শিকার
চট্টগ্রামে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার