October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 19th, 2022, 8:46 pm

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট মোশারফ হোসেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল ) উপজেলায় মাহে রমজানে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
বাজার পরিদর্শনে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খেজুর বিক্রি এবং অধিক মূল্যে তরমুজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ৪ টি মামলায় ৪ হাজার ৫শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট মোশারফ হোসেন উপস্থিত সকলে উদ্দেশ্যে বলেন, সতর্ক না হলে এধরনের অভিযান অব্যাহত থাকবে।