October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 24th, 2023, 7:43 pm

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে শুক্রবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এ বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে এটি ছিল দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি)।

প্রথমটি ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র দপ্তরের পরামর্শে, দুই দেশ সাধারণত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব প্রধান ইস্যু নিয়ে আলোচনা করে। যাতে দুই দেশের পারস্পরিক সম্পর্কযুক্ত খাতসমূহে সহযোগিতা বৃদ্ধি পায়।

—-ইউএনবি