November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 8th, 2024, 7:38 pm

নরসিংদীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন দগ্ধ

ফাইল ছবি

নরসিংদীর মাধবদীতে গ্যাস পাইপলাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

আহতরা হলেন- শামীম মিয়া (৪০), তার স্ত্রী আকলিমা বেগম (৩৫), তাদের মেয়ে সানজিদা (১৮) ও রিয়া মনি (৯), শামীমের বড় ভাই গাফফার মিয়া (৪৪) ও ছোট ভাই রশিদ মিয়া (৩২)।

সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আলগী এলাকার মানিক মিয়া নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই এলাকার বিভিন্ন বাড়িতে গ্যাস সংযোগ দিয়ে আসছেন।

সম্প্রতি মানিক মিয়া শামীম মিয়ার বাড়ির পাশের ড্রেন দিয়ে বিলকিস নামে এক নারীর বাড়িতে অবৈধ সংযোগ দিয়েছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, পাইপে গ্যাস লিকেজ বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

—-ইউএনবি