November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 30th, 2022, 2:26 pm

নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় ৪ পথচারী নিহত

নরসিংদীর রায়পুরায় কাভার্ড ভ্যানের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফারুক মিয়া, মুস্তাকিম, রিপন মিয়া ও বাচ্চু মিয়া। তারা সবাই রায়পুরা উপজেলার বাসিন্দা।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, সিলেটগামী কাভার্ড ভ্যানটি মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং ভৈরব হাসপাতালে নেয়া হলে আরেকজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে কাভার্ড ভ্যান চালানোর সময় চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

—ইউএনবি